ছন্দে ছন্দে হোক জীবন
ছন্দে হোক খেলা
ছন্দে উড়াব নতুন ঘুড়ি
নীল আকাশে ভেলা।
আনন্দগুলো ঝরতে থাকুক
পরাগরেণুর মত
সবাইকে আজ ভুলিয়ে দেব
দুঃখ ছিল যত।
ভেদাভেদ কিছু থাকবে না
সবাই ভুলবে আপন পর
সবাই বাঁচুক আনন্দ নিয়ে
সুখে বাঁধুক ঘর।
এখন থেকে হবে না খর্ব
আর কারো অধিকার
সুন্দর একটা মানবজীবন
নিশ্চিত হোক সবার।
খেয়ে পরে থাকবে সবে
রবে না কোন কষ্ট
সবাই পাবে অভীষ্ট লক্ষ্য
কেউ রবে না পথভ্রষ্ট।
জরা ব্যধি ধ্বংস হোক
নিপাত যাক হাহাকার-
সবার জন্য মঙ্গলকামী
হয় যেন সরকার।
ব্যস্ত থাকুক সবাই কাজে
কেউ না থাকে বেকার
চিন্তামুক্ত সুন্দর জীবন
নিশ্চিত হোক সবার।