স্বমহিমায় নবারম্ভ

হে সুহৃদ!

 

কখনও বুঝতে পারিনি এভাবে চলেই যাবে

বিদায় দিতে চাইনি তবুও তো যেতে হবে

মাত্র তো কটা মাস! তবুও ছিলে কতো আপন

চলে যাবে মনে হলেই, দীর্ঘশ্বাস করছি গোপন

মনের অজান্তেই কখন যেন থেমে গেছে কলরব

অব্যক্ত সব আক্ষেপগুলো কিরূপে গুমরে মরছে সব

 

হে আদর্শ!

 

নিরন্তন দেখেছি আমি তোমাদের ধৈর্য আর নিষ্ঠা

শত প্রতিকূলতার মাঝেও থামেনি তোমাদের প্রচেষ্টা

অটল ধৈর্যের মূর্তি হয়ে হাসি ধরে রেখেছো মুখে

তোমাদের সাথে সুর মিলিয়ে হেসেসি অপার সুখে

তোমাদের দেখে শিখেছি কত, তোমরাই ছিলে আদর্শ

আজ তোমাদের প্রস্থান ক্ষণে হৃদয় অনুযোগে বিমর্ষ

 

হে অগ্রণী!

 

সতত এগিয়ে যাও দৃপ্ত পায়ে আপন লক্ষ্যের দিকে

বৈরিতার তরঙ্গোচ্ছ্বাস তোমাদের কাছে হোক ফিকে

সকল বাঁধা অতিক্রম কর সদা অকুতোভয় চিত্তে

সুখের স্বর্গ গড়ে উঠুক সদা তোমাদের জীবন বৃত্তে

তোমাদের বিদায়ে ভাঁটা পড়বে এখানের নিত্য ছন্দে

স্বীয় লক্ষ্যে হও আগুয়ান, মন থাকুক সদা আনন্দে।

Author's Notes/Comments: 

14th june 2017 (for Polin apa, Moonmoon apa and Amina apa... because they are shifting to room 206 from 106. it was a homage to them)

View shawon1982's Full Portfolio