দুপুরের নিঃশ্বাস

তুমি তো মনে হয় অনেক ভালই আছো তাই না?

কোন দুশ্চিন্তা নেই তোমার।

তোমাকে তাই আমার অনেক হিংসা হয়।

কিভাবে এত নিশ্চিন্তে থাকতে পারো তুমি?

আমিই না বরং সবকিছু থেকে গা বাচিয়ে চলতে চাইতাম।

কোন বিপদ যেখানে আছে

সেখানেই বরং আমি নাই।

কিন্তু কি জানো,  

বিপদ এখন আমার নিত্যসঙ্গী।

আমার পরম বন্ধুও বলতে পার।

এখন ওকে ছাড়া আমার একমূহুর্তও ভাল লাগে না।

ভীষণ লোনলি ফিল করি।

কেউ যে নেই আমার সাথে কথা বলার।

তাই তো আমি ওদের সাথেই কথা বলি।

ওরা নিয়ত আমাকে দিগভ্রান্ত করে।

কষ্টের গভীর থেকে গভীরে নামিয়ে দিয়ে বলে,

সাঁতরে উঠে আয়!

আমি অক্ষম হয় হাত পা ছুড়তে থাকি।

আরো গভীরে তলিয়ে যাই।

ভারী, ভীষণ ভারী আমার অস্তিত্ব।

আমার সবকিছুই আছে,

শুধু নিঃশ্বাসটুকুই নাই

উত্তপ্ত কোন এক মরীচিকা বিহীন দুপুরে,

কামারের হাপরের মত বায়ুশূন্য বুক ওঠানামা করে। 

Author's Notes/Comments: 

21 may 2017

View shawon1982's Full Portfolio