দিয়েছো যে দাগ প্রাণের পরে
তোমার ঐ কোমল পদাঘাতে
যতনে রেখেছি তুলে আর ছবি
আর অবারিত শূন্যতার মাঝে
আমি খুঁজেছি আনন্দের ঝর্ণাধারা
আমার সারা মন জুড়ে আজ
আনন্দের জোয়ার আনলো কারা!
মনে হয় আমি ছুটে যাই
যেখানে আমার মন হবে
সকল বাঁধন হারা।
কেউ খুঁজে পাবে না আমায়
তোমাদের সাজানো লোকালয়ে
আমি হারাবো আমার মতন
সকল দুঃখের অনল সয়ে।
ছোট ছোট আনন্দের জন্য
চেয়ে থাকি আশায় আশায়
তাতে যদি দুঃখগুলো
নিঃসীম দূরত্বে মিলায়।