আর ভোলাবো না মিথ্যে আশায়, কথা দিলাম
হয় জয় করবো, না হয় ধুপ হয়ে জ্বলে যাবো
যতবার সন্তর্পনে এগিয়ে গেছি
ততবার ফিরে এসেছি পায়ে দুর্ভাগ্যের বেড়ী নিয়ে!
উল্কা ঝরার আগে স্বপ্ন দেখে বাঁচার
আর আমি সৌখিন কুহকের মোড়কে
প্রতি মুহুর্তে নিতে থাকি কৃত্রিম শ্বাস
শুধু ঐ একটু মৃত্যুকে জীবিত করবো বলে।
প্রিয়া, তোমার কাছে আজ আমি শুধুই অস্থিভস্ম-
যার পুনর্জন্মের কোন হালখাতা খোলা হবে না।
তোমাকে আর রচতে হবে না নতুন কোন উপাখ্যানের
অদৃশ্য জলরঙ; হারিয়ে যাবে,
শুকিয়ে যাবে আঁচলে।
যদি আমার মন কখনও কেদে ওঠে আবার
তবে আসবো মৃদু পায়ে, ঘুম ভাঙ্গাবো না তোমাদের
করাঘাত করবো না দুয়ারে-
শুধু দু’দন্ড তোমার দুয়ারে অপেক্ষা করবো
যদি পাই শুনতে তোমার হৃদয়ে ফিরে আসা প্রতিধ্বনি-
না পেলেও ক্ষতি নেই প্রিয়া!
তুমি দরজা খোলার আগেই
আমি ফিরে যাব অনিশ্চিতে, নিতান্ত সন্তর্পনে।