মানুষ বানাইলা প্রভু
রঙ্গেরও দুনিয়ায়-
তোমারে ভুলিয়া গেছি
হবে কি উপায়?
চক্ষু কর্ণ সবই দিলা
তোমারে চিনলাম না
জীবনভর কামাই কইরা
কিছুই তো পাইলাম না।
তোমার নূরে ভইরা আছে
জগত সংসার-
মূসা নবী চাইয়া দেখলো
পাহাড় অঙ্গার!
আমি পাপী অধম বান্দা
মাফ দিও কইরা-
কলমা নসীব কইরো মাওলা
যখন যামু মইরা।
মুনকার-নাকীর উঠায় যখন
করিবে সওয়াল-
মাওলা তোমার রহমত
রাখিও বহাল।