বাঁধনহারা মুক্তির আনন্দে আমার শৈশব ঘরে ফেরে
আমাকেও তাড়া করে, বলে আয় আয়...
আমি সব ভুলে ছুটে আসি উন্মাদের মত
প্রচন্ড আছড়ে পড়ি মাটিতে-
হাড় ভাঙার শব্দ শুনতে পাই
পায়ে পরানো বৃত্তের শেকল-
শৈশব ছুটে যায় গোল্লাছুটের টানে
আমি চেয়ে থাকি তার ফেলে যাওয়া পথপানে।