নবনীতা,
কেমন আছ তুমি? আমি ভাল নেই। কিছুই ভাল লাগেনা। কিছু লিখতেও ইচ্ছে করে না। মন কেমন যেন উড়ু উড়ু। মনে হয় ভবঘুরেদের মত সারাদিন ঘুরে বেড়াই। কখনও পাখির মত আকাশে উড়ে যাই। উড়ে উড়ে গিয়ে তোমাকে দেখে আসি। সত্যি করে বলতো, তোমার কি কখনও আমাকে দেখতে ইচ্ছে করে না? ইচ্ছে করে না আমার কাছে আসতে? তুমি কেমন করে পারলে এমন করে বদলে যেতে? কোন উত্তর দিও না তুমি অনামিকা । তোমার উত্তর আমি নিজের মত করেই কল্পনা করে নেব। এতদিন যেমন নিয়ে এসেছি। এটা আমার জন্য নতুন কিছু নয়। শুধু অনুরোধ তুমি ভাল থেক। তুমি ভাল আছ এটা জেনে, আমার এই ভবঘুরে মনটা কে না হয় নিজস্ব কারাগারে বন্দী করে রাখবো। এতে আমার কষ্ট নেই। এতেই আমার আনন্দ।
ইতি,
প্রত্যয়