এতবড় বাড়ি আমার
মানুষ গেল কই?
সবাই ঘরে থাকতে কেন
একলা পড়ে রই?
চারিদিকে কতো কোলাহল
তবুও নিরবতা-
আমি যখন শুনতে চেয়েছি
কেবলি শূন্যতা
একেকটা ঘন্টা যেন
দিনের সমান লাগে-
এমনটা হয়ে যাবে
বুঝিনি আমি আগে
কাউকে কাছে পেতে
দুদিকে বাড়াই হাত-
বাতাস এসে দোলা দেয়
ছুঁয়ে দেয় রাত
জীবন সায়াহ্নে এসে
এ কেমন পাওয়া?
জীবন মানে কি শুধু
আসা আর যাওয়া?
নিজেকে আমি হারায়ে খুঁজেছি
নির্জনতার মাঝে-
সবার মাঝে থেকেও তাই
একাকীত্বের সুর বাজে।