মন ছুটেছে আবার কবে
যাবো গ্রামের বাড়ি
আবার কবে ব্যস্ত শহর
রেখে যারো ছাড়ি
আমার মন টানে ঐ
গায়ের মেঠো পথ
মন ছুটে যায় আকাশ পানে
চালিয়ে স্বপ্নরথ
পাখি ডাকে গাছের ডালে
কতো ফুল যে ফোটে
সত্যি বলছি ভীষণ সুন্দর
গ্রামখানি বটে
ছোট্ট একটা নদী আছে
আছে বাশের সাঁকো
এমন জিনিস শহরে ভাই
খুঁজে পাবে নাকো
নদীর পাড়েই পাঠশালাতে
পড়ে খোকাখুকুর দল
আনন্দে ওরা খেলায় মাতে
ভুলে দুখ সকল
সাত সকালে বেল-তলাতে
বসে হাট বাজার
টাটকা সব সবজি পাবে
কর রকম প্রকার
ধানের খেত পাটের খেত
কত কিছুই আছে
শীতকালে রসের হাড়ি
ঝোলে খেজুর গাছে
গ্রীষ্মকালে গাছ ভরে
থাকে আমে জামে
তোমাকে সব খাওয়াবো
যদি আস আমার গ্রামে।