মন আমার উন্মনা হয়
অবাক রাতের ছন্দে
সারা জগৎ সুরভিত হয়
ফোঁটা ফুলের গন্ধে
নিজেকে তুমি ফুটিয়ে তোল
নিজ কর্মের ভেতর
তোমার মহিমা দিয়ে তুমি
গলিয়ে ফেল পাথর
তোমার হাসি দেখে যেন
সারা বিশ্ব হাসে
সাফল্য যেন চরণ চুমে
তোমার কাছে এসে
মানুষের মন হয় করো
করে তাদের সেবা
দীনহীন জনের পাশে
আর আছে কে বা!
স্বার্থের মোহে পড়ে যেন
হয়োনা তুমি অন্ধ
ফুল কিন্তু স্বার্থ ছাড়াই
বিলায় সুবাস গন্ধ