হাঁসের ছানা বেরিয়ে এলো
মুরগী মায়ের ওমে
আসল মা যখন ছিল
ব্যস্ত নিজের কামে
মুরগীকেই ওরা মা ভেবেছে
জন্ম যার কাছে
মায়ের সাথে থাকলে ওদের
দুঃখ কি আর আছে?
অন্য জাত তো কি হয়েছে
মুরগীই ওদের মা
মায়ের স্নেহের সাথে কারো
হয়না তুলনা
মুরগী ছানা হাঁসের ছানা
ঘোরে এক সাথে
মা ওদের পাহারা দেয়
হাটে পথে পথে
হাঁসের ছানা পানি দেখে
নেমে সাঁতার কাটে
মুরগী মা দাঁড়িয়ে দেখে
কখন ওরা ওঠে
জলের খেলা শেষ হলে
ডাঙ্গায় উঠে আসে
পরম স্নেহ পায় ওরা
মায়ের কাছে এসে
জাতপাতের এই বিভাজন
ওদের কাছে নাই
এসব দেখেও আমরা কি
কোন শিক্ষা পাই?