জলে ভাসবে আজ আমার
স্বপ্ন সাধের নৌকা
পালটি ঠিক তুলে দেব
যদি দেখি মওকা
সার সাগর তের নদী
দেব আমি পাড়ি
চলে যাব সব ফেলে
ছেড়ে যাব বাড়ি
মাঝ দরিয়ার যদি দেখি
হঠাৎ ওঠে ঢেউ
তখন তো আমার পাশে
থাকবেনা আর কেউ!
সবাই তো একাই আসে
একাই চলে যায়
কারো দুখে কেউ আর
ফিরেও নাহি চায়
দুনিয়াটা ভরে গেছে
স্বার্থের অন্ধকারে
আমপ্রা সবাই বন্দী আজ
দম্ভের কারাগারে
আজ আছি তো কাল নাই
কই থাকবে বড়াই?
খালি হাতে যেতে হবে
কোন কিছু ছাড়াই।