সঞ্চিত শূন্যতা


পৃথিবীর আছে আকাশ আর আমার আছো তুমি

আকাছ ছুঁয়ে দেখেনি পৃথিবীকে-

আমি স্পর্শ করেছিলাম তোমাকে।

অনুভব করেছিলাম ভালবাসার অনুরণন!

আকাশ জড়ো করেছিল মেঘের পরে মেঘ

সিক্ত করেছিল মাটি

না পাওয়ার প্রবল আক্ষেপে।

ফাল্গুনের প্রথম ভোরের স্নিগ্ধতা

দেখেছিলাম তোমার ভ্রমরকালো চোখদুটোতে-

আমি নিমজ্জিত হচ্ছিলাম একটু একটু করে

সম্বিত ফেরার পরে বুঝেছিলাম-

আমি কখনওই তোমার পৃথিবী ছিলাম না

কিন্তু তুমি ছিলে আমার সেই চিরদিনের চেনা আকাশ।

বাষ্প হয়ে শেষ হয়ে গেছে মাটির আর্দ্রতা

মেঘের পরে মেঘ জমেছে-

আকাশ থাকে ধরা ছোঁয়ার বাইরে,

সঞ্চিত থাকে শুধু জমাটবাধা শূন্যতা।

Author's Notes/Comments: 

12 february 2017

View shawon1982's Full Portfolio