আলোর খোঁজে

আলো চাই বলে সবে

করছি শোরগোল

আলোর চিন্তায় ঘুম হারাম

খাচ্ছি সবাই ঘোল!

 

হাটে মাঠে ঘাটে রে ভাই

আলো কোথাও নাই

আলোর জন্য মাথা খারাপ

আলো কোথায় পাই?

 

রাজামশাই হুঙ্কার ছাড়েন

ঠিক মধ্য রাতে-

আলো না পেলে তোরা

ঝুলবি ফাঁসিতে!

 

উজির কাঁপে নাজির কাঁপে

কাঁপে সভাসদ-

আলো না খুঁজে পেলে

জীবন হবে রদ!

 

মন্ত্রী মশাই ভীষণ বোকা

বলেন প্রদীপ জ্বালা

চোখে দেখতে না পাস

কানেও কি কালা?

 

কেউ জ্বালে প্রদীপ আর

কেউবা হারিকেন

এসব দিয়েও আলো না পায়

পঁচেই গেছে ব্রেন!

 

দুশ্চিন্তায় পুরুত মশায়ের

হয়ে গেলো ব্যামো

ছোট্ট নেক খুকী বলল,

অনেক হয়েছে থামো!

 

হারিকেন ধরিয়ে আলো খুজছো

তোমরা বোকার হদ্দ

ভালো করে তাকিয়ে দেখো

হাতে জ্বলেছো সদ্য

 

জ্বলছে প্রদীপ জ্বলছে বাতি

উজ্জ্বল চারপাশ

আলোর খোঁজে মিছে কেন

করছো হাঁসফাঁস?

 

যা দিয়ে খুজছো তোমরা

আলো তাকেই বলে-

মাথার ঘিলু না খাটিয়ে

বোকা কেমন হলে?

Author's Notes/Comments: 

12 february 2017

View shawon1982's Full Portfolio