ভাষার মাস ফেব্রুয়ারি
এলো রে এলো ঐ-
আমি ডাকি তোদের সবে
তোরা সব গেলি কই?
মাস জুড়ে ভাই শুরু হল
আমাদের প্রানের মেলা
চল সবে দল ধরে যাই
দেখবো একুশে বইমেলা।
বই কিনে কি কেউ কখনও
হয়েছে ভাই দেউলিয়া?
বই হোক মনের খোরাক
জুড়াক মোদের হিয়া।
ইন্টারনেটে বই পড়ে কি
মনের আশ মেটে?
যে আনন্দ পাব রে ভাই
নতুন বই ঘেটে!
কত নতুন বই এসেছে
কতই না তাদের বাহার-
সারা বছর তাই অপেক্ষা করি
একুশে বইমেলার।
লেখক পাঠক প্রকাশকের
হয় দারুণ সমাবেশ-
বই মানেই তো দীর্ঘস্থায়ী
স্বর্গীয় আনন্দের রেশ।
কত কিছু জানতে পারি
পড়ে নতুন বই-
বইমেলার এই শুভক্ষণে
চলুন শরিক হই।