একটু হাসি একটু ব্যথা
একটু কান্না, কিছু কথা-
এই নিয়ে জীবন।
সময় যায়, মানুষ কি পায়?
কেউ জেগে রয়, কেউ ঘুমায়-
অদ্ভুত সমীকরণ!
কারো হয় কষ্ট, কেউ হয় নষ্ট
কেও বলে স্পষ্ট, কেউ হয় ভ্রষ্ট-
এই নিয়ে সংসার।
কখনও ভালো; আঁধার কালো
কখনও করে অশ্রু টলোমলো-
ইচ্ছে বেঁচে থাকার।
দিয়েছো আঘাত, কেটেছে রাত
ছেড়েছো হাত, ভুলেছো জাত-
আমার নেই কেউ
আছি অপেক্ষায়, ভাসবো হায়
দুকুল ছাপায়, কোন হতাশায়
আসবে বুঝি ঢেউ।