আর কতকাল ফাঁকা আওয়াজ
করবি তুই বাতাসে?
নাকি কান্না কতো আর কাদবি
মিছেমিছি হতাশে?
তোর দুঃখে কুমির মায়ের
হবে পুত্রশোক-
ব্যাঙেরও বুঝি সর্দি হবে-
তবে ডাঙ্গায় থেকেই হোক।
তোকে ভাই চেনা আছে
দুপুরকে করিস সন্ধে-
পাঠাও বুঝি পালিয়ে যাবে
তোর গায়ের গন্ধে।
যদি পারিস একটু করে
মানুষের ভান ধরিস-
মরতেই যদি হয় তবে রে
দূরে গিয়ে মরিস।