তোমার দু’চোখের মুগ্ধতায় করেছি অবগাহন
তোমার মনের গহীন প্রকোষ্ঠে মিলিয়েছি যুগ্ম সমীকরন!
আকাশ জোড়া বিস্ময় নিয়ে দেখেছি তোমায় প্রভাতে
তোমার হাসির ঝঙ্কার বেজেছে এই মনে-
অহর্নিশি দিবারাতে!
চোখের ইশারায় লুকিয়ে রেখেছিলে যা দারুণ গোপন ব্যথা
বলতে গিয়েও চুপ থেকেছি-
তোমাকে আজও বলা হয়নি কত যে কথা!
হাতটি তোমার ধরে, চলে যেতে চেয়েছি কতবার
পথভুল করে, প্রবঞ্চিত হয়ে ফিরে এসেছি বারেবার-
রাতের পর রাত নির্ঘুম জেগেছি
সাক্ষী আছে অবাক জোছনা রাতের তারারা-
তোমাকেই ভালবেসে যাব আমি
নিন্দে করবে কারা?
তুমি কেন নিশ্চুপ?
আলোর পরে আঁধার এলেও
আমি দেখেছি তোমার ও রূপ
চন্দ্রপ্রভাও ম্লান হয়
সরোদ সেতারে ধ্বনিত হয় মৌনতা!
তোমার ঠোঁটের আর্দ্রতায় কেন
নেচে যায় ময়ুরকন্ঠী নীল শুন্যতা?
কথা কি বলবেই না?
তবে যেন, আমিও ক্লান্ত হব না
সয়ে যাব একে একে সব নিষ্টুর আরাধনা
তোমার দু’চোখের তৃষ্ণালোকে আমি করবো অবগাহন
তারায় তারায় গ্রহান্তরে
যেখানেই লুকাও তুমি-
আমি তোমায় খুঁজে যাব আমরণ।