স্বর্গের দ্বিতীয় দ্বার সদ্য অতিক্রম করেছি মাত্র
আর কি কি আছে বাকী পেতে?
হিসেব মেলাতে মেলাতে এগোলাম কয়েক ছত্র
নিস্তরঙ্গ নদী আপন মনে বইছে
গুনগুনিয়ে গান কে যেন গাইছে;
দেখতে পেলাম না তাকে।
স্বর্গে কে গাইছে করুণ সুরে?
তবে কি শুনেছিলাম স্বর্গালোকের তরে?
যদি ভুল হয়- পিছু ফিরে দেখলাম
দিকভ্রম হয় নি-
ক্ষণিকের তরে স্বস্তি ফিরে ফেলাম।
আপন মনে বিরহের সুর গুনগুনিয়ে গাইছে
নদীর অপারে পাহাড়ের ধারে দেখতে পেলাম তারে-
গানের ছত্রে ছত্রে সে বলে চলেছে-
আমায় চিনতে পারলে কি বন্ধু?
প্রথম দুয়ায়রের পাশে ভুলে ফেলে এসেছিলে যারে।