রক্তের মধ্যেই ঢুকে গেছে ঘুনপোকা
ক্রমে নিঃশেষ করে দিচ্ছে-
মানুষ পরিণত হচ্ছে মৃত কচ্ছপের ন্যায়
নুপুংসক, অথবা কোন মাত্রাবিহীন লিঙ্গান্তরে।
ভয়ে পা জড়িয়ে পড়ে যায় মুখ থুবড়ে
কপাল ফাটা রক্ত দেখে রাজপথে
মুচকি হেসে বলে- আমি ভাল আছি!
তবুও অভিযোগ নেই-
ঘাসের ডগায় জমে থাকা শিশিরের তৃষ্ণা
অপরাহ্নের বহু আগেই হারিয়ে যায়
হিমশীতল জিহ্বার নগ্নস্পর্শে
নিঃশ্বাসে দোলে মৃদু মৃদু
কুৎসিত আকাংখার ধুসর কুরুক্ষেত্রে।