জীবনের কৃচ্ছ্রতা

একটু হাসি একটু ব্যথা

কিছু কান্না কিছু কথা

এই নিয়েই জীবন

 

সময় যায়, মানুষ কি পায়

কেউ জেগে রয়, কেউ ঘুমায়

অদ্ভুত সমীকরণ

 

কারো হয় কষ্ট, কেউ হয় নষ্ট

কেউ কয় স্পষ্ট, কেউ হয় ভ্রষ্ট

এই নিয়েই সংসার

 

কখনও আলো, কখনও কালো

কখনও করে অশ্রু টলমলো

ইচ্ছে বেঁচে থাকার

 

 

আছি অপেক্ষায়, ভাসবো হায়

দুকুল ছাপায়, কোন হতাশায়

আসবে বুঝি ঢেউ

 

দিয়েছো আঘাত, কেটেছে রাত

ছেড়েছো হাত, ভুলেছো জাত

আমার নেই কেউ!

Author's Notes/Comments: 

29 november 2016

View shawon1982's Full Portfolio