এটা চাই ওটা চাই
আরো কতো কি
লাভ ক্ষতির হিসেবটা
মেলাতে পেরেছ কি?
উপর দিয়ে ভারী সুন্দর
নারকেলের ছোবড়া
সাধারণ কথা বলতে গেলেই
মুখ করে গোমড়া
ষোল আনা ঠিকি বোখ
নেয়ার বেলায় কাজ
আমরা কোন সুবিধা চাইলে
পড়ে মাথায় বাজ
ভাব ধরে সবজান্তার
যেন সবই জানে
দেখে তো বোঝাই দায়
কি চলে ওদের মনে
পরামর্শ দিতে বসলে
ছাড়ে বড় বুলি
আমার কোন খুঁত পেলে
মুখেই ছুড়ে গুলি
প্রশাসনিক কাজে বসেই
হয়ে যাও প্রভু-
কত যোগ্যতা রাখ তুমি
নিজেকে সুধাও কভু
নিজেরাও যে নীচে ছিলে
বেমালুম গেছ ভুলে
কয়লা থেকে কি ময়লা যাবে
শত বার ধুলে?
বেতন বাড়াতে যেই বলি
আকাশ থেকে পড়ে-
ইশ্বর ওদের মগজ দিও
ঘাড়ের ওপরের ধড়ে।
আমাদের উপর যেমন খুশি
মেটায় মনের আক্রোশ
আমরা কিছু বলা মানেই
হাজারটা পায় দোষ।