বলে দাও আমায়
কোন পথে যাই
আমি তোমায় শুধাই
একান্ত নিবিড় সাব আলাপনে
তোমায় ডেকেছিলাম নির্জনে গোপনে
ভুল বুঝেছিলে প্রতারক দিব্যলোকে
ছুঁড়ে ফেলেছিলে সময়ের আস্তাকুড়ে
আবারো এসেছি ফিরে কাঙ্গালের বেশে
তোমার গড়া চৌহদ্দীর, আমার দেশে
এবার তাড়িয়ে দেবে কোন মুখে
আমি ভেবেছিলাম হাসবো অপার সুখে-
মুখটি তোমার মলিন, কোন দুখে?