তোমার সাথে কথা নেই
দেখো দিলাম আড়ি
দেখে নিও তুমি কেমন করে
চলেই যাব বাড়ী
ভেবেছো কি রাগ করে
দিচ্ছ আমায় সাজা?
আমি যখন চলে যাব
বুঝবে তুমি মজা
তখন যেন একা একাই
মুখ করো না ভার
অন্যদের কে রাগ দেখিয়ে
পাবে না তুমি পার
যখন যা বলেছো আমায়
শুনেছি মুখ বুজে
আমি যদি হারিয়ে যাই
পাবে না তুমি খুঁজে
আমি ছোট ছিলাম বলে
নেই কি কোন অভিমান?
মনে তো পড়ে না, কবে
করেছি তোমায় অসন্মান
আমার জন্য কি শুধুই শাসন
নেই আদর সোহাগ?
মান ভাঙাতে যতই গেছি
করেছো উল্টো রাগ
সব কথাই সহ্য করেছি
দেইনি কোন বিচার
তবুও আমার দেখতে হয়েছে
তোমার মুখটি ভার
এত কিছুর পরেও যখন
পেলাম না তোমার মন
জেনে নিও এবার তুমি
আমিও করলাম পণ
আর কখনও জ্বালাবো না গো
চললাম যমের বাড়ি
আর কোনদিন ভাব হবে না-
দিলাম আড়ি, আড়ি, আড়ি