ল্যাজ কাটা সব উল্লুকে
ভরে গেছে শহর
মানুষ না জানোয়ার, তা
করতে পারিনা ঠাহর।
নব্য যুগের প্রাণী তারা
ভীষণ আধুনিক
অহকঙ্কার আকাশচুম্বী
মাত্রাটাও অধিক
মুসলমানের ঘরে জন্মেও
নেই নামাজ রোজার ধার
নেচে গেয়ে এমনি ওমনি
বেড়া হতে চায় পার।
ফোস্কা ওঠে গায়ে ওদের
শুনলে ধর্মের বাণী
নিজেরা ভাবে সবজান্তা
বলে, ‘আমরা ওসব জানি’!
‘সেকুলার’ বলে ফাল পাড়ে
আদতে নাস্তিক-
আজে বাজে তর্ক করেই
করতে চায় বিহিত
নিজের ধর্মেই শ্রদ্ধা নেই
দাবী করে সেকুলার-
আধুনিক সভ্য, শিক্ষিত সুশীল-
এরাই আসল কুলাঙ্গার।
নিজের ধর্ম ঠিকই মেনে
অন্যকেও সন্মান করলে-
মনে রাখিস ভন্ডের দল
সেকুলার তাকেই বলে।
মুসলমান নাম নিয়েও যারা
ইসলামকে করে ধিক-
এদের আসলে কোন ধর্মই নেই
সব নাস্তিক মুনাফিক।