নবনীতা (মন খারাপ)

নবনীতা,

 

সেই কবে চিঠি লিখেছিলে তোমার মনে আছে? আমার মনে আছে। প্রায় তিন বছর আগে। এর মধ্যে আমি তোমাকে আরো দুটো চিঠি দিয়েছি কিন্তু তোমার কোন উত্তর পাই নি। কেমন আছ তুমি?

 

আজ আমার মন একদম ভালো নেই। ভীষণ রকমের মন খারাপ। আজ কয়েক দিন ধরেই। আমি কাউকে যে বলবো সেটা আর বলা হয়ে উঠছে না। তুমি ছাড়া আর কেই বা শুনবে আমার মনের কথা! নিজের মনের ভেতর থেকেই কেমন একটা চাপ অনুভর করছি। কাউকে না বলা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না। তাই তোমাকেই বলতে চাই। কিন্তু আজকে না অনামিকা। আজকে আমি আমার লেখা এখানেই শেষ করছি। আমার যে আর কিছুই লিখতে ভাল লাগছে না। শরীরটাও ভাল লাগছে না একদম। শ্বাসকষ্টটাও বেড়ে গেছে। এখন মাঝে মাঝে ইনহেলার নিতে হচ্ছে।

 

তুমি ভাল থেকো। অনেক ভাল থেকো।

 

ইতি,

প্রত্যয়

 

 

পুনশচঃ আমি আমার পরের চিঠিতে জানাবো আমার মন কেন খারাপ ছিল। তুমি রাগ করো না।  

Author's Notes/Comments: 

18th november 2016

View shawon1982's Full Portfolio