অ্যালার্ম

সকালবেলা উঠবো বলে

ঘড়িতে দিই অ্যালার্ম

বিছানায় পিঠ দিতে দিতেই

ঘুমে তলিয়ে গেলাম।

 

আমি যখন ঘুমাই তখন

কুম্ভকর্ণও ফেইল-

যখন তখন ঘুমায়ে পড়ি

নাকে লাগেনা তৈল।

 

সটান ঘুমে কখন যে

রাত হয়ে যায় পার-

ঘুমের রাজ্যে তলিয়ে যেতে

লাগেনা ওষুধ খাবার।

 

ভোরবেলা সময় মত

অ্যালার্ম ওঠে বেজে-

মেজাজটা তখন চড়ে যায়

একই সমান তেজে!

 

মনে হয় সব চুলায় যাক

আমি দেব ঘুম-

কিছুতেই মনে হয় না তখন

কাজের কতো ধুম।

 

ঘুমের ঘোরে কখন যে

অ্যালার্ম বন্ধ করি-

হুঁশ হলেই খাটের থেকে

লাফ দিয়ে পড়ি।

 

হায় হায় কি সর্বনাশ

হয়ে গেছে দেরী-

কাজে যেতে দেরী হলে

লজ্জা করে ভারি!

 

কাজের ফাকে অবসরে

বসে বসে ঝিমাই-

ক্লাসে কেউ না এলে

মশা মাছি তাড়াই। 

Author's Notes/Comments: 

17th november 2016

View shawon1982's Full Portfolio