নিয়মনীতি

খোকা-খুকু ডাক পাড়ি

আজকে তোদের অ্যাসেমব্লি!

কেন দেখা পাই না তোদের

তোরা সব কই গেলি?

 

অ্যাসেমব্লি শেষ হলেই

দেখি আনাগোনা-

যখন সবাই ডাকছিল মাঠে

তখন কই ছিলি সোনা?

 

ছাত্রর চেয়ে মাস্টার বেশী

এটাই নিত্য হাল-

শুরু থেকেই দেখে আসছি

অবস্থা বেসামাল।

 

ন্যায্য কথা মানতে বললে

ফোস্কা পড়ে গায়ে-

ভাল কথা যে যাই বলুক

দেখবে না ডানে বায়ে।

 

যা খুশি করবে ওরা

শাসন করা মানা-

অনুচিত কাজ দেখতে দেখতে

চোখ হয়ে যায় কানা।

 

কিছু হলেই কর্তৃপক্ষ

শিক্ষককে করবে তালাশ-

পান থেকে চুন খসলেই

খিক্ষকই খাবে বাঁশ।

 

বীজ বপন ছাড়া ফসল

তোলা যায় কি ঘরে?

ওদের বেলা যা খুশি তাই

নিয়মনীতি পরে। 

Author's Notes/Comments: 

17th november 2016

View shawon1982's Full Portfolio