আহা কি আনন্দ সবার
দেখবে সুপার-মুন
আহ্লাদ করে চাঁদ দেখবে
হেসেই আমি খুন!
মেঘে চাঁদ ঢাকা থাকে
পুরণ হয়না সাধ
তবুও তার জাগে মানুষ
মন মানে না বাঁধ।
ফেসবুক খুললেই দেখি
কত রকম ছবি
কতো রকম লেখা লিখে
নাম কামায় কবি!
চাঁদের চেয়ে মানুষ সত্য
তাহার উপরে নাই-
মূর্খ-শিক্ষিত সবাই এটা
ঠিকই ভুলে যাই।
রাস্তায় কোন গরীব দেখলে
মুখ হয়ে যায় কালো-
অন্ধকারে চাঁদ দেখতে
বাতি ঠিকই জ্বালো।
ধরায় যত শিশু আছে
সব চাঁদের চেয়ে সুন্দর-
তুমিও বুঝতে পারবে যদি
খুলে দেখ অন্তর!
অনর্থক সময় নষ্ট করে
কি আর বল হবে?
শিশুদের জন্য পৃথিবীটা
চল সুন্দর করি সবে।
আজকের শিশু বেঁচে রবে
প্রতিনিধি হয়ে আগামীর-
আমাদের জন্য ওরাই আনবে
নিত্য বার্তা শান্তির।