মাকাল ফল

দাঁত মাজো না কতকাল

মুখে কেন গন্ধ?

নিজের ভাল বোঝ না কেন

চোখ থাকতেও অন্ধ?

 

চালচুলার ঠিক নেই

মুখেই খালি ফুটফাট-

বাইরে করে কত ফ্যাশন

ভিতরে ঠিকই সদরঘাট!

 

পয়সা তোমার যতই থাক

আস্ত মাকাল ফল

বাতাস যখন ঝড়ো বইবে

নড়বে ধর্মের কল।

 

গুরুত্বপূর্ণ কাজ কামের

নেইকো সময়সূচী-

যেমন একটা মানুষ তুমি

তেমন তোমার রুচি!

 

লেখাপড়া ঠিক করে

নিজের জীবন গড়-

পরের ধনে পোদ্দারি

সময় থাকতে ছাড়। 

Author's Notes/Comments: 

16th november 2016

View shawon1982's Full Portfolio