শিক্ষক

বাচ্চাগুলোর জন্য যারা

সদা অন্তপ্রাণ-

শত কাজের মধ্যেও মুখে

হাসি অফুরাণ!

 

সারাদিন ব্যস্ত থাকেন

কাজের মধ্যে ডুবে-

বাসার যখন ফেরেন তারা

সুর্য্য থাকেনা পূবে!

 

শত শত খাতা তারা

প্রতিদিনই দেখেন-

ওদের মানুষ করতে গিয়ে

কতো কিছু লেখেন!

 

সবদিকেই কতো কিছু

সামাল দিয়ে চলেন-

হিসেব তারা রাখেন না

নিজে কি পেলেন!

 

আপনারা বীজ বুনে দেন

আমরা তুলি ফল-

এটাই তো যৌথ প্রয়াস

আমরা শিক্ষক সকল।

 

মানুষ গড়ার কারিগর তারা

সদা উঁচু মাথা-

আমার ছড়ায় লিখলাম তাদের

দুচারটে কথা। 

Author's Notes/Comments: 

15th november 2016

View shawon1982's Full Portfolio