খোটা

আর কতো খোটা শুনব

একই বিষয় নিয়ে?

এক কথা কবার বলবে

জনে জনে গিয়ে?

 

স্বীকার তো করেছিই

যা ছিল দোষ-

তবু কেন কমে না

তোমার আক্রোশ?

 

লুকিয়ে থাকা দোষগুলো

বলে দিচ্ছ লজ্জা?

তবুও তোমার পেট ভরে না

চলছে সাজসজ্জা!

 

তীরের মত কথা ছুড়ে

বিদ্ধ করেছো মন-

মনে মনে আমিও এবার

করেছি একটা পণ!

 

সময় হলেই পেয়ে যাবে

সব প্রশ্নের জবাব-

জানি তবু বদলাবে না

তোমার উগ্র স্বভাব।

 

নিজেকে কেন বড় ভাব

কিসের বাহাদুরি?

দেখব আমি সময় হলেই

কি আমার আহামরি!

 

অতিরিক্ত টানলে যেমন

ছিঁড়ে যায় ফিতা-

লেবু বেশী কচলিও না

হয়ে যাবে তিতা। 

Author's Notes/Comments: 

14th november 2016

View shawon1982's Full Portfolio