কারখানা

শাড়ি চুড়ি লিপস্টিক

এই বুঝি সব?

এসব নিয়ে আর কত

করবে কলরব?

 

আপাদমস্তক গয়নায় মুড়ে

পটের বিবি সেজে-

কি উদ্ধার কর তুমি

মরি শরম লাজে।

 

জামা জুতা কতরকম

কত রঙের বাহার-

ঘরের খানায় রুচি নেই

বাইরে করে আহার।

 

পায়ের উপর পা তুলে

হুকুম চালাও সবে-

বলতে বলতে মুখ ব্যথা

মানুষ হবে কবে?

 

কোন কিছু করতে বললেই

শুরু হয় বাহানা-

হবেই তো! অলস মাথা যে

খবিসের কারখানা। 

Author's Notes/Comments: 

14th november 2016

View shawon1982's Full Portfolio