জুজু পাখি রাগ করেছে
দাদী দেয় নি পান-
পান পেলে জুজুমণি
খুশিতে আটখান!
হাসি মুখে কুটুর কুটুর
জুজু খায় পান-
রাগ যদি করে বসে,
ভাংতে হবে মান!
ওকে যদি জিজ্ঞেস কর
পানকে বলবে ‘নাম’!
চশমাকে বলবে ‘পাতান’ আর
গাইবে কতো গান!
আমার ফোন মাঝে মাঝে
থাকে জুজুর দখলে-
সারাদিন ওর পিছেই
ব্যস্ত থাকি সকলে।
আমাদের সবার চোখের মণি
আমার জুজু সোনা-
ফুটন্ত একটা তাজা গোলাপ,
যেন চাঁদের কণা!
চুইংগাম তার চাইই চাই
আর চাই ‘চাকিস’
আম্মু বলে ‘চকলেট’ গুলো
গোপন করে রাখিস!
আইসক্রিম তার খুব প্রিয়
রোজ একটা চাই-
যদি দেখে কোকাকোলা
তবে তো কথাই নাই।
কার্টুন দেখা, দোল খাওয়া
জুজুর ভীষণ প্রিয়-
খুশি থাকো মামনি, আর
অনেক আদর নিও।
** জুজু – জুওয়াইরিয়া