ধৈর্য্য

সময় সব বলে দেবে

একটু ধৈর্য্য ধর,

দুশ্চিন্তা করে লাভ নেই

মাথা ঠান্ডা কর।

 

চিন্তা করা উচিত ছিল

কাজটি করার আগে-

ফলাফল পাওয়ার পরে

কষ্ট কেন লাগে?

 

জ্বালাও পোড়াও আন্দোলনে

কি পারবে করতে?

এসব করে কিইবা হবে

কে যাবে মরতে?

 

একতাই বল, যেন সবে

সাহস রাখ মনে-

কিছু উপকার নিশ্চয়ই হবে

মহাবিপদের ক্ষণে।

 

চেষ্টা করেও সেটাই পাবে

ভাগ্যে যেটা ছিল-

তবুও কেন বল তোমরা

এমন কেন হল?

 

পরামর্শ করে দেখ

কি করতে পার,

বিপদ যদি এসেই যায়

মোকাবিলা কর।

 

স্বপ্ন নিয়েই এগিয়ে চল

হতাশ হওয়া বারণ-

যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ

এর নামই জীবন। 

Author's Notes/Comments: 

20th november 2016

View shawon1982's Full Portfolio