আঁধার আমাকে ঢেকে নাও আপাদমস্তক
ঝরা পাতার দিন শেষ হয়ে গেছে
নিয়ে গেছে আমার শেষ অবলম্বনটুকুও
আমি এখন আছি নির্ঘণ্টের বিবিধ অধ্যায়ের শেষাংশে
তক্ষকের মত পড়ে আছি এক কোনায়
কখনও ঘাড় ঘুরিয়ে দেখি-
অলৌকিক জোয়ারের সূত্রপাত বুঝি এই হল
ভাসিয়ে নিয়ে যাবে আমাকে কল্পনার তপোবনে
আমি তখন হয়ত সরীসৃপ থেকে মথ হব
ঠাই হবে নতুন দাগাঙ্কিত কোন কোনে
আচ্ছাদিত হব নিজের বোনা জালের পর্দায়
আলোর স্পর্শ যখন অতিশয় ঘৃণ্য
তখন রুপান্তরের অবনমনই আমার পরিনতি
আমি স্থির নিশ্চুপ হয়ে আছি
মুক্তিরুপী আর একটি ক্রান্তিক্ষণের আশায়
তখনই শুরু হয় রক্তক্ষরণ-
আমার সমস্ত প্রজাপতি অস্তিত্ত্ব জুড়ে
ভারাক্রান্ত বিধিলিপি নিষ্ঠুর চিত্তে আত্মহত্যা করে।