পতাকা উড়িয়ে বসে আছি
আমি আদর্শবাদী-
উপরে উপরে হাসলেও
ভেতরে ঠিকি কাঁদি।
যা বলেছো তাই শুনেছি
তবুও কেমন ফারাক-
ওদের সাথে আমাদের
বিস্তর যোজন ফাঁক।
যারা করে নিয়মভঙ্গ
তাদের মাথায় মুকুট-
তোমারা পরাও হাসিমুখে
নিয়ম যাই থাকুক।
যারা করে দুর্নীতি
তাঁরাই থাকে ভাল-
সৎ মানুষের সততা
মুখ করে দেয় কাল।
উচু আসনে বসে ছাড়
বিধিনিধির বুলি-
আমরা ভয়ে ভয়ে থাকি
কখন চালাও গুলি।
যদি কখনও ভুল করি
শাসন কর ঢের-
ভাল কিছু করলে,
পাও না কেন টের?
আমাদের বেলায় তোমাদের
চোখ কেন বন্ধ?
ওদের বেলা তোমরাই
থাকো কেন অন্ধ?
আমরা তো তোমাদের
ভঙ্গ করিনি চুক্তি-
তবু কেন নেই মোদের
অর্থনৈতিক মুক্তি?
এই কটা টাকা দিয়ে
সংসার কেমনে চলে?
বছর গেলে তোমাদের
ভরে ঠিকি থলে।
জুতা যদি নাই পর
বুঝবে কোথায় পিন?
আমরা সাধারণ শিক্ষক
আমরাই দীনহীন।
নিয়ম যদি করতেই হয়
সবার জন্যই কর-
স্বার্থের বেলায় নিয়মগুলো
কেন ভঙ্গ কর?
বুক ফাটে তো মুখ ফোটে না
কাগজ কলম সাথী-
মিথ্যে কথার আদর্শে আমি
মারি ঝাটা লাথি।