আগের জন্মের ছিল না
আমার কোন পূন্য-
এই জন্মে হল তাই
আমার কপাল শূন্য।
সকাল বেলা আমি যে
আর মুখ দেখি-
দিনটাই আমার মাটি হয়
দুঃখ কই রাখি।
এক পা এগোই তো
দুই পা পেছাই-
আগুন না দিয়ে আমি
আশা করি ছাই!
সারাদিন ধরে শুনি
নানা উপদেশ-
থাকবো না আর বাড়িঘরে
চলে যাব বিদেশ।
সকাল বেলা আয়নাতে
দেখি নিজেরই মুখ-
আবার বুঝলাম কই যাচ্ছে
আমার সব সুখ!