সাত সকালে সোনামণি
মুখ করেছে ভার-
আমরা সবাই ভাবছি মরে
কি হয়েছে তার?
রোজকার মত বায়না তার
যাবে না ইসকুলে-
খাটে বসে বসেই সে
ঘুমে পড়ছে ঢুলে!
হোমওয়ার্ক করতে দিলেই
পেটে করে ব্যথা,
কতো রকম বায়না আছে
আরো কতো কথা!
ইসকুলে গেলেই নাকি তার
ভীষণ কান্না পায়-
নাকি সুরে কাদতে বসে
করি কি উপায়?
বকা দিলেই জেদ করে
শুনবে না কিছুতেই-
ওর সকল রাগ শেষে
ভাংতে হবে আমাকেই।
মাঝে মাঝে দিতে হয়
নানা রকম লোভ-
ওগুলা পরে না পেলে
হয় তার ক্ষোভ!
নিজের বেলায় সব ষোল আনা
সবাই তা বুঝি-
এত বড় হয়েছি তবুও
শৈশবটাকেই খুঁজি।
মিষ্টি মধুর দিনগুলো
হারিয়ে গেছে কোথা-
সেসব কথা মনে হলেই
মনে লাগে ব্যথা।
ওদের কান্ড দেখে বুঝি
আমরাও ছিলাম এমন-
আমরাও কত বায়না করেছি,
আজ ওরা করছে যেমন।