চুলোয় যাক

হাটি হাটি পা পা

আসছে ঐ শীত

নতুন করে শুরু হবে

পৌষ মাঘের গীত।

 

শীত মানেই নানা রকম

পিঠা খাওয়া হবে-

অপেক্ষা করেছি শীত আসবে

সেই থেকে কবে!

 

মাংশের ঝোলে চিতই পিঠা

জুড়ি মেলা ভার-

রসে ভেজা পাকান পুলি?

জিভে জল সবার!

 

তুলনা কি হয় তার

শীতের দিনের ঘুম-

কি দারুন মজা ভাই

লেপের নিচের ওম!

 

সারাদিন ঘুমাতে চাই

সব কিছু বাদ থাক-

কাজকর্ম শিকেয় তুলে

সব চুলোয় যাক! 

Author's Notes/Comments: 

6th november 2016

View shawon1982's Full Portfolio