ঘুরে ফিরে বারে বারে
একই কথা বলা
অনেক রাস্তা দিয়ে ঘুরেও
একই পথে চলে!
একই প্যাচাল পেড়ে কেন
মিছে সময় নষ্ট?
আসল পথ বাদ দিয়ে
কেন পথভ্রষ্ট?
যতবেশী ফালতু প্যাচাল
ততই কি মজা?
সকাল থেকে বসে বসে
কাটছি আজব সাজা।
কাজের কাজ কিছুই না
দিন যায় কেটে-
ছুটিগুলো ইচ্ছেমত
নিয়ে যায় ছেটে!
ছুটির দিন কই একটু
দেব আরামের ঘুম-
ট্রেনিং এর ধোঁয়া তুলে
আছে ক্লাসের ধুম!
যত যাই কিছু বলি
কিছুই হয় না ঠিক-
বলা শেষ হলেই বলে
আরো চাই অধিক!
ভাল লাগুক নাই বা লাগুক
পারি না বলতে, থাম!
আমরা শিক্ষক, আমাদের আর
সময়ের কি দাম?