শঙ্খচিল

পথ ফুরাবে কখন? আর কতো দেরী?

আর কতক্ষণ পাহারা দেব জেগে

কখন হানা দেবে প্রভাত; করবে আঁধার চুরি!

তারাগুলো মেঘের আড়ালে

নিয়ত খেলছে অবিরাম লুকোচুরি

আর আমি বিগলিত নয়নে

অপেক্ষায় আছি সেই ভোরের-

যার সাথে তুমি আড়ি দিয়ে চলে গেছ।

তোমার সাথে পাল্লা দিয়ে   

আমি আজ উড়তে পারবোনা

তাই আমার আনন্দ দিয়েছি শঙ্খচিলকে

প্রসারিত ডানা মেলে সুপ্তাকাশে

আনন্দ বিলাবে লোকচক্ষুর আড়ালে। 

Author's Notes/Comments: 

25th November 2016

View shawon1982's Full Portfolio