অমর কবি

কিছু যদি নাই লিখি

কেমন করে হয়?

পাছে যদি কাব্য-প্রতিভা

হয়ে যায় ক্ষয়!

 

কবিতা যদি নাই লিখি,

কেমনে হব কবি?

পেশা যদি নাও হয়

থাকুক এটা হবি!

 

রাগ লাগে যখন দেখি

মেলে না কোন ছন্দ-

লেখা যখন শেষ হয়

পাই অপার আনন্দ!

 

যতই বাজে লিখি না কেন

আমার কাছে অমূল্য

আমার সব লেখাই যেন

আমার সন্তানতুল্য!

 

ভালো হোক মন্দ হোক

চেষ্টা করে যাই

শত কষ্টের মাঝেও যদি

কিছু সান্ত্বনা পাই!

 

বেঁচে হয়ে থাকতে চাই

আমার লেখার ভেতর-

মরে গেলেও সবার মাঝে

রইবো হয়ে অমর। 

Author's Notes/Comments: 

1st november 2016

View shawon1982's Full Portfolio