ভয় পেয়ে চমকে গেলাম
চিৎকার দিলাম ‘ভূত’!
এরপর যখন বুঝতে পারলাম
বলে উঠলাম, ধুৎ!
নিজের মনেই বললাম, বটে
এই তোমার সাজ?
এত বয়স হয়ে গেল
নেই শরম লাজ?
যা খুশি তাই কর
আমার তাতে কি?
তোমাকে কিছু বলা মানেই
পান্তা ভাতে ঘি।
তবুও আমায় বলতে হবে
কি সুন্দর আহা!
ভাব ধরি সত্যি বলছি,
আসলে মিথ্যা ঢাহা!
এসব রঙ মেখে কি
বয়স যাবে ঢাকা?
পেট্রোল ডিজেল না দিলে
ঘুরে না গাড়ির চাকা।