ভেলা

আশা নিরাশার দোলাচলে

যাচ্ছি লোকালয় ছেড়ে

নতুন কল্পলোকের সন্ধানে

 

এই বুঝি এলো সন্ধিক্ষন

পড়ন্ত বেলার অনিমেষ আলাপন

কতখানি আর রইলো গোপন?

তুমি ছিলে কতটা আপন!

 

কাশবনে লেগেছিল অদম্য বাতাসের দোলা

চলে গিয়েছিলাম সাঙ্গ করে খেলা

ঐ শুরু আর ঐ শেষ-

পেলাম না তোমার আর দেখা!

চলে গেলে চড়ে নিষ্ঠুর ভেলা। 

Author's Notes/Comments: 

4th november 2016 (pythagorian)

View shawon1982's Full Portfolio