বেলা শেষে

আজি বেলা শেষে

চেয়ে রই অনিমেষে

সুধায় বুঝি এসে!

 

কি লিখেছো হে কবি?

তোমার কাব্য দিয়ে উঠাও

ডুবে যাওয়া রবি ছবি

ঘুমানো অন্ত্যজদের তুমি জাগাও!

 

তুমি যেন হয়ো না ক্লান্ত

অদূরেই তোমার সেই অভীষ্ট গন্তব্য

পিছু ফিরে দেখো না তুমি

যতই আসুক কানে ভীরু মন্তব্য

উন্মুক্ত হোক তোমার চারণ ভূমি।

 

 

Author's Notes/Comments: 

2nd november 2016 (pythagorian)

View shawon1982's Full Portfolio