ছোট্ট আলো

 

আমার ভাঙ্গা ছোট্ট ঘরে

ছোট্ট একটা আলো-

হেসে খেলে সর্বদা মনে

সুখের প্রদীপ জ্বালো।

 

হেসে খেলে আনন্দে

কতো কি যে কর-

গায়ে তুমি নানা রঙের

কতো জামা পর।

 

আধো আধো বুলিতে মাগো

আমায় শাসন কর-

স্বর্গ আমায় ঘিরে নেয়

যখন জড়িয়ে ধর।

 

ঘর থেকে বের হই

তোমায় দিয়ে চুম-

যদিও তুমি বোঝ না,

থাকো তুমি ঘুম।

 

তোমায় না দেখে একটুও

থাকতে না পারি-

তোমার স্মৃতি মনের ভেতর

রেখেছি সারি সারি।

 

দোয়া করি সোনামণি

অনেক বড় হও-

যত কিছু ভালো আছে,

সবই যেন পাও।

Author's Notes/Comments: 

1st November 2016

View shawon1982's Full Portfolio