আমাকে ক্ষমা কর রক্তাক্ত কুসুম কলি-
ক্লেদাক্ত পিতৃত্বের আবর্জনা নিয়ে তোমার মন্দিরে
আমার ফুলগুলো আর শুধুই এক দূষিত উপাখ্যান
আমার রন্ধ্রে রন্ধ্রে আজ স্রোত বইছে
তোমার ক্ষত থেকে বের হওয়া প্রতিটি রক্তবিন্দুর
পর্যবসিত ঐশ্বরিক ঔদার্যের নিষ্পেষণ।
আমি গর্ত খুঁজি বিষধর কোন সাপের-
যার ছোবলে ছোবলে আমি অনুভব করতে চাই
আমার মায়ের প্রসব বেদনার মর্মান্তিক ইতিবৃত্তান্ত!
ইশ্বর তুমি চেয়ে দেখ-
তোমার চাদরে আজ আমি আলপনা এঁকে দিয়েছি
আমার কন্যার যোনীচেরা রক্তের দাগ দিয়ে!
ইশ্বর তুমি লজ্জা পেও না!
আমাকে পিতৃত্ব তুমি দিয়েছো-
আমার আত্মার নিঃসরণ তুমি দেখতে পাওনি?
তুমি কি আজ অন্ধ?
তুমি তুমি কি ভুলে গেছ কারণ তুমি পরমাত্মা ছিলে
হয়তো আজও আছো তাই...
আমাদের ধরাছোঁয়ার আড়ালে।
তুমি দেখেছো আমাদের পূজার পুষ্প
তুমি দেখেছো আমাদের পবিত্র করে দেয়া গঙ্গাজল!
তোমার মন্দিরে স্পর্শ করেনি আমাদের বিদীর্ণ উত্তাপ
আমাদের সব পাপ-
আমার কন্যার বিদীর্ণ শরীরের রক্তাঞ্জলি।