দিনকাল

 

চুমুকে চুমুকে চায়ের কাপ

হয়ে গেল শেষ

মনে হচ্ছে আজ দিনটা

কাটবে দারুণ বেশ!

 

আসুন দেখি আর সারাদিন

কিভাবে কেমন গেল-

কতো কিছু করলাম আজ

কত কি যে হল!

 

ঘুম থেকে জেগেই দেখি

প্যাঁচপেচে বৃষ্টি-

এখনই বাইরে যেতে হবে

হায় কি অনাসৃষ্টি।

 

যা হবার তাই হবে

সাহস করলাম বুকে-

উস্টা খেয়ে ঘরের কোনে

মাথা গেল ঠুকে।

 

ধুস শালা! মুখ ফসকে

দিলাম কষে গালি-

তখনই মনে হল আমার

আছে শুধুই শালী!

 

রাস্তায় নেমেই তাড়াহুড়ায়

করলাম আবার ভুল-

ঘরে আবার ফেরত গিয়ে

দিতে হবে মাশুল।

 

কর্মক্ষেত্রে গিয়ে আমার

করতে হবে সাইন-

দুমিনিট দেরী হলেও

করে দেবে ফাইন!

 

লাল কালি দিয়ে বড় করে

লিখে দেবে লেট

ওটা দেখেই ভুলে যাই

আজকের কি ডেট!

 

আরো আছে হরেক কথা

নানা রকম প্যাড়া-

প্রশ্ন শুনেই হয়ে যাই

মানুষ থেকে ভেড়া।

 

ঘড়ি দেখি বারবার

কখন হবে ছুটি-

বাসায় গেলেই খেতে হবে

ফ্রিজের বাসি রুটি!

 

মোটেই কোন কাজ হবে না

যতই মারি ফাল-

এমনি করেই চলছে রে ভাই

আমার দিনকাল। 

Author's Notes/Comments: 

27th october 2016

View shawon1982's Full Portfolio